ঢাবিতে বাংলাদেশে স্বাধীন চলচ্চিত্রের বাস্তবতা ও সম্ভাবনা’ শীর্ষক বৈঠক

মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে স্বাধীন চলচ্চিত্রের ধারা শুরু হয় আশির দশকে। ‘বিকল্পধারা’, ‘মুক্ত চলচ্চিত্র’, ‘স্বাধীন চলচ্চিত্র’ ইত্যাদি নানা নামে এই ধারা এখনো চলমান।

স্বাধীন চলচ্চিত্র ২০১৮ সালে এসে পুঁজি-মুনাফানির্ভর চলচ্চিত্রের পাশাপাশি কিভাবে পথ চলছে – তা নিরূপণ করার প্রয়াসে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আগামী ২১শে সেপ্টেম্বর, ২০১৮ এ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাকক্ষে ‘বাংলাদেশে স্বাধীন চলচ্চিত্রের বাস্তবতা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করেছে।

আলোচনায় উপস্থিত থাকবেন মানজারে হাসীন মুরাদ, শামীম আখতার, জাহিদুর রহিম অঞ্জন, ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, তৌকির আহমেদ, আকরাম খান, নাদির জুনাইদ, তানিম নূর, হুমায়রা বিলকিস, আরিফুর রহমান এবং হাবিবুর রহমান। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এই গোলটেবিল বৈঠকের আলোচনা লিখিতরূপে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের নিয়মিত প্রকাশনা ‘ফ্ল্যাশব্যাক’ এর প্রকাশিতব্য সংখ্যায় সংযোজন করা হবে। এ সংখ্যার মূল প্রসঙ্গ ‘স্বাধীন চলচ্চিত্র’।