‘বঙ্গবন্ধু মডেল কলেজ’ এর নাম পরিবর্তন করার প্রতিবাদে মানববন্ধন!

দিনাজপুরের বীরগঞ্জে ‘বঙ্গবন্ধু মডেল কলেজ’ এর নাম পরিবর্তন করার প্রতিবাদে মানববন্ধন করেছে আওয়ামী যুবলীগ-কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বীরগঞ্জের বিজয় চত্বর এলাকায় এ মানববন্ধন করা হয়।

বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বঙ্গবন্ধু মডেল কলেজের নাম পরিবর্তন করার প্রতিবাদে বীরগঞ্জ শহরের থানার মার্কেট থেকে তাজমহল সিনেমা হল পর্যন্ত দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের এক পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউর রহমান, যুবলীগ সভাপতি নুরিয়াস সাঈদ, কৃষক লীগ সভাপতি শিবলি সাদিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি অরুন চন্দ্র রায়সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

শেখ জাকির হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি