কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও বাইসাইকেল জব্দ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা প্রায় ৪ লাখ টাকার ২২৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ২৭টি সাইকেল আটক করেছে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ শিমুলবাড়ী কোম্পানি বিজিবি।
বিজিবি জানায়, মঙ্গলবার বিকেলে হাবিলদার শাহজাহান আলীর নেতৃত্বে বিজিবির টহলদল নন্দীর কুটি সীমান্তের ৯৩৭/৮এস আন্তর্জাতিক পিলার এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে অবস্থান নেয়।
এ সময় ভারত থেকে মাদক ব্যবসায়ীরা ব্যাগযোগে মাদক পাচারের চেষ্টা চালালে টহলরত বিজিবিকে দেখে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে থাকা ২২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার ফেন্সিডিলের সিজার মূল্য ৯১ হাজার ৬০০ টাকা।
অন্যদিকে ওইদিন প্রায় একই সময়ে বিজিবির টহলদল নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী সীমান্তের ৯৩২ নং আন্তর্জাতিক সীমানা পিলার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২৭টি সাইকেল আটক করা হয়েছে। আটক সাইকেলের সিজার মূল্য ২ লাখ ১৮ হাজার টাকা।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ শিমুলবাড়ী কোম্পানির বিজিবি কমান্ডার সুবেদার নুর ই আলম বুধবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ফেন্সিডিলগুলো বিজিবি ব্যাটালিয়নে ও আটক সাইকেল কাস্টমস অফিসে জমা করা হবে।
মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি