সোশ্যাল মিডিয়াতে নিজের রোগের কথা প্রকাশ করলেন প্রিয়াঙ্কা!
সোশ্যাল মিডিয়াতে এবার নিজের রোগের কথা প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জানালেন নিজের এই রোগের সাথে কিভাবে লড়াই করে চলছেন তিনি।
সম্ভবত এ বছরের শেষেই বিয়ে করতে যাচ্ছেন বি-টাউনের সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। রহস্যের পর্দা সরিয়ে হলিউডের গায়ক নিক জোনাসের সঙ্গে এনগেজমেন্ট শেষ হয়েছে প্রিয়াঙ্কার। ঠিক এমন সময়ই নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে টুইট করে ফের শিরোনামে এলেন বলিউডের এই অভিনেত্রী। অ্যাজমা পেশেন্ট হয়েও নিজে কীভাবে এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন সেই কথা সোশ্যাল সাইটে জানালেন প্রিয়াঙ্কা।
টুইটারে প্রিয়াঙ্কা জানান- ‘যাঁরা আমাকে ভাল করে চেনেন, তাঁরা জানেন আমি অ্যাজমেটিক। এটা লুকনোর কী আছে? আমি জানতাম এই রোগ আমাকে নিয়ন্ত্রণ করার আগে, আমার তাকে (অ্যাজমা) নিয়ন্ত্রণ করতে হবে। তাই যখনই আমি ইনহেলার নিতাম, রোগ কিছুতেই আমাকে থামাতে পারত না। আমি ঠিক লক্ষ্যে পৌঁছে যেতাম।’