শ্যামনগরে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউপির জয়নগর মাদ্রাসায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভাব বাংলাদেশের আয়োজনে শিক্ষার মান উন্নয়নে ইউনিয়ন ভিত্তিক সকল শিক্ষকদের অংশ গ্রহণে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান। প্রধান অতিথি বক্তব্যে বলেন সুন্দর পৃথিবী গড়তে সকলে ঐক্যবদ্ধভাবে আত্মনিয়োগ করি।

জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার আহব্বান জানান। গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। বক্তব্য রাখেন অধ্যক্ষ আঃ হাই, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম প্রমুখ।

রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি