ভ্যাপসা গরমে যন্ত্রণাময় হয়ে উঠছে জনজীবন
আজ ১৯ সেপ্টেম্বর বুধবার। বাংলা আশ্বিন মাস চলছে। অথচ আকাশে মেঘের কোন চিহ্নও নেই। ঢাকায় আজ সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত চার দিনের মতো আজকেও ঢাকা সহ আরো অন্যান্য জেলায় বেড়েছে তাপমাত্রা।
ভোর ৬টায় ২৯.৪ ডিগ্রি তাপমাত্রা দিয়ে দিনের শুরু হয়। সকাল ৯টা বাজতেই ৩২.২ ডিগ্রিতে বৃদ্ধি পায়। আর দুপুর না গড়াতেই তাপমাত্রা বেড়ে ৩৫-এর কোটা পেরিয়ে যায়। তাপমাত্রা কমবে আপাতত তার কোনো ইঙ্গিতও মিলছে না। গ্রীষ্মের দাবদাহ শরতের মিষ্টি রোদকে রীতিমতো ম্লান করে দিয়েছে এবার। অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়ছে নগরজীবন। আর ভ্যাপসা গরমে যন্ত্রণাময় হয়ে উঠছে রাত্রী যাপনও। শরতের চলমান এমন আবহাওয়াকে বৈরীই বলছেন ঢাকার বাসিন্দারা। অনেকেই বলছেন, আবহাওয়ার যে পরিবর্তন ঘটছে তা সহজেই বোঝা যাচ্ছে। আশ্বিন মাসে গরম থাকে বটে। কিন্তু এভাবে দিনের পর দিন গরম দেখেননি কেউ।
মাঝে মাঝে বৃষ্টি আছে আবার মাঝে মাঝে বৃষ্টি নেই। কিন্তু বৃষ্টি যা হচ্ছে তাতে গরমের হেরফের হচ্ছে না। অথচ গরমের কোনোই কমতি নেই।