ফরিদপুরে শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হলেন মাইনুল ইসলাম

ফরিদপুরের সালথা উপজেলার শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হলেন ইউসুফদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাইনুল ইসলাম। সোমবার (১৭ সেপ্টেম্বার) উপজেলা সম্মেলন কক্ষে শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় শ্রেষ্ট শিক্ষক হিসাবে তার নাম ঘোষণা করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম বলেন, এবছরে উপজেলার সেরা শিক্ষক নির্বাচনে সকল ক্যাটাগরি বিবেচনা করে সালথা উপজেলার মধ্যে মো. মাইনুল ইসলামকে শ্রেষ্ট শিক্ষক হিসাবে মনোনিত করা হয়েছে। তিনি অত্র উপজেলার ইউসুফদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন।

এ বিষয়ে মো. মাইনুল ইসলাম বলেন, আমাকে উপজেলার শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এ অর্জন আমার দায়িত্ব ও কর্তব্য পালনে আরো উৎসাহীত করবে।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি