নিরাপদ সড়কের দাবিতে ফরিদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিরাপদ সড়ক চাই দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টার পর শহরের কোর্ট চত্বর থেকে মিছিলটি বের হয়ে চাঁনমারী অভিমুখে রওনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা ঝটিকাভাবে এ মিছিল বের করে। এসময় শহরের বিভিন্নস্থানে অবশ্য পুলিশ ও গোয়েন্দা নজরদারী ছিলো।

এব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভের কোন খবর পাইনি। তবে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সকালে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় বলে শুনেছি।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি