জাবি’তে বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বঙ্গবন্ধু হল হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। দর্শন বিভাগের ফাইয়াদ আসির প্রথম কে সভাপতি ও মার্কেটিং বিভাগের হৃদয় দাস’ কে সেক্রেটারী করে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য দায়িত্বে রয়েছেন- সহ-সভাপতি (বিতর্ক) শুক্রানুল হক মাহির, সহ-সভাপতি (প্রশাসন) মাহাবুবুর রহমান রিজভী, যুগ্ম-সম্পাদক নিশাত ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহির, অফিস সম্পাদক রাজু নুনিয়া, অর্থ সম্পাদক রাকিব রহমান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম তাজ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান এবং প্রেস ও মিডিয়া সম্পাদক সৌরভ আহমেদ।

কার্যকরী সদস্যরা হলেন- জিয়া, জাফর আহমেদ, কাজী সাইফুল্লাহ।

উলেখ্য, জাবি’র বঙ্গবন্ধু হল হল ডিবেটিং ক্লাব গঠন করা হয় ২০১৪ সালে।

—-
রুদ্র আজাদ, জাবি প্রতিনিধি