চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান পেলেন আফজাল শরীফ

আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কমেডি অভিনেতা আফজাল শরীফকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

প্রায় চার বছর ধরে মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন অভিনেতা আফজাল শরীফ। যে কারণে এখন আর অভিনয় করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। কিছুদিন পরপর থেরাপি নিতে হয় আফজালকে। ফলে চিকিৎসা করানোর জন্য মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হচ্ছে তাকে। আর তাই প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য সম্প্রতি সহায়তা চান তিনি। গত ১৩ সেপ্টেম্বর শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং নাট্যনির্মাতা জিএম সৈকত আবেদনসহ আফজাল শরীফকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেদিন আফজাল শরীফের চিকিৎসা করতে সহায়তার জন্য একটি আবেদন জমা দেওয়া হয়। এরপর আজ অসুস্থ অভিনেতাকে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ডেকে অনুদানের চেক তুলে দেন।

উল্লেখ্য, প্রায় পাঁচ শতাধিকেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।