উন্মোচিত হলো সানি লিওনের মোমের মূর্তি

গতকাল মঙ্গলবার দর্শকদের জন্য উন্মোচন করা হয় সানি লিওনের মোমের মূর্তিটি। আর নিজের অবয়বে তৈরি মোমের মূর্তি দেখে মুগ্ধ এই তারকা। ছবি তোলেন নিজের মূর্তির সাথে।

দিল্লির মাদাম তুসোর জাদুঘরে এবার অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, শাহরুখ খান, অনিল কাপুরের পাশাপাশি যুক্ত হয়েছে বলিউডের বিতর্কিত তারকা সানি লিওনের মোমের মূর্তি। আর মূর্তিটি উন্মোচন করেন সানি লিওন নিজেই। এ সময় আলোকচিত্রীরা তাঁর ছবি তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার।

সানি বলেন- ‘আমি ভীষণ খুশি। নিজের মূর্তি দেখে আমি অভিভূত। মূর্তির সামনে এসে মনে হয়েছে, হুবহু আমার মতো দেখতে একজনের সামনে দাঁড়িয়ে আছি! বুঝতে পারছি, আমার এই মোমের মূর্তি সঠিক মাপে তৈরির জন্য দীর্ঘ সময় ধরে অনেক মানুষ কাজ করেছেন। আমি তাঁদের কাজের প্রশংসা করছি।’ এর আগে মূর্তি নিয়ে সানি লিওন বলেছেন- ‘মাদাম তুসোর জাদুঘরের জন্য আমার মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়ায় আমি রোমাঞ্চিত এবং সম্মানিত। মাদাম তুসোর জাদুঘরের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। যাঁরা আমার মূর্তিটি তৈরি করছেন, তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’

জানা যায়, মূর্তি তৈরির জন্য সানি লিওনের কাছ থেকে ২০০ রকম মাপ নেওয়া হয়। আর এর জন্য মূর্তিটি তৈরির সঙ্গে যাঁরা জড়িত তাঁদের সঙ্গে বারবার বসতে হয়েছে তাঁর।