কালীগঞ্জ থেকে চুরি হওয়া মটর সাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে গ্রীল কেটে চুরি হওয়া একটি বাজাজ ডিসকভার মটর সাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পোনা গ্রাম থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
তবে মোটর সাইকেলে চুরির সাথে জড়িত কাউকে আটক করতে পারিনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালীগঞ্জ থানার এসআই অমিত কুমার দাস জানান, গত ৮ সেপ্টেম্বর উপজেলার বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের মৃত ইউসুফ আলী মন্ডলের ছেলে আশিক ইকবালের বাড়ির গ্রীল কেটে চোরেরা ১৩৫ সিসি বাজাজ ডিসকভার (ঝিনাইদহ ল ১১-০৮৪৫) লাল রংঙের একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, চুরির ঘটনায় থানায় মামলার পর তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত কুমার গোপন সংবাদ পেয়ে গোপালগঞ্জের কাশিয়ানি পুলিশের সহযোগিতায় পোনা গ্রাম থেকে মোটর সাইকেলটি উদ্ধার করেন।
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি