কালিগঞ্জ-জীবননগর মহা-সড়কে ট্রাকের ধাক্কায় আলমসাধূ চালক নিহত
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কালিগঞ্জ-জীবননগর মহা-সড়কের বকুনড়ীয়া নামক স্থানে ট্রাক এবং আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধু চালক সুমন (২২) ঘটনাস্থলে মারা যায়।
সুমন মহেশপুর উপজেলার মান্দার বাড়ীয়া ইউনিয়নের নওদা গ্রামের সন্তোস মন্ডলের ছেলে। স্থানীয়রা জানায় মহেশপুর উপজেলার নওদা গ্রামের একটি মাছের ব্যারেল ভর্তি আলমসাধু জীবননগর থানার বকুনডীয়া গ্রামের মধ্য থেকে মহা-সড়কে উঠার সময় জীবননগর দিক থেকে আসা একটি ট্রাক আলমসাধুকে ধাক্কা দেয়।
ধাক্কা খেয়ে আলমসাধু চালক ছিটকে রাস্তার উপর পড়ে ঘটনাস্থলে তিনি মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে যায়। এ খবর লেখা পর্যন্ত সমিনের লাশ থানা হেফাজতে ছিল।
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি