দিনাজপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির মতবিনিময় সভা

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে ব্যবসায়ীদে বিভিন্ন সমস্যা নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আজ বেলা ১২টায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির মিলনায়তনে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি ও চেম্বার্স কাউন্সিলের সভাপতি শেখ ফজলে ফাহিম, অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজ্জামন আশরাফ, এফবিসিসিআই-এর চেম্বার গ্রুপের পরিচালকবৃন্দ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি, ব্যবসায়ী ও সদস্যবৃন্দ প্রমূখ।

দিনাজপুরের বাণিজ্যিক জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস সরবরাহ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য একাধিক কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, জেলার বিখ্যাত কাঠারীভোগ চালের রপ্তানী পরিধি আরো বৃদ্ধি করা, ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনের রাস্তা উন্নিতকরনে পাশাপশি দিনাজপুর-গোবিন্দগঞ্জ রাস্তা চার লেন করার দাবিসহ গুরুত্বপূর্ন আরো ১২টি সমস্যার কথা লিখিতভাবে তুলে ধরা হয় এই মতবিনিময় সভায়।

 

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি