জাবি’তে নৃবিজ্ঞান বিষয়ক সেমিনার আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)’তে সংস্কৃতি, ক্ষমতা ও ইতিহাস শীর্ষক বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হবে আগামীকাল। জাবি নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে মঙ্গলবার দিন ব্যাপি এ সেমিনারটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে।

সোমবার বিকেল ৩টায় সমাজ বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে একথা জানান সেমিনারের আহবায়ক ও জাবি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ ছিদ্দিকুর রহমান।

তিনি আরো বলেন সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেমিনারটির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম।

“সংস্কৃতি, ক্ষমতা ও ইতিহাস শীর্ষক এ সেমিনারটি’তে দেশ ও দেশের বাইরের মোট ১৯ জন গবেষক ১৭ টি গবেষণা প্রবন্ধ উত্থাপন করবেন”, বলে জানান।

তিনি আরো জানান সেমিনারটি মোট চারটি সেশনে ভাগ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা ও অন্যান্যদের জন্য ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে”।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের ডিন ও নৃ্বজ্ঞিান বিভাগের অধ্যাপক রাশেদা আখতার, সহযোগী অধ্যাপক মো. ইব্রাহিম খালেদ, প্রভাষক সাজ্জাদুল আলম ও মোসাব্বির হোসেন।

রুদ্র আজাদ, জাবি প্রতিনিধি