দিনাজপুরে সিআরআই ও ইয়াং বাংলার সংবাদ সম্মেলন
দিনাজপুরে শুরু হলো “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮” এর কার্যক্রম। এ উপলক্ষে সিআরআই ও ইয়াং বাংলার আয়োজনে আজ সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়নুল আবেদিন, সিআরআই এবং ইয়াং বাংলার জেলা সমন্বয়কারী নাবিল চৌধুরী, তরুন উদ্যোগক্তা মুকিত হায়দার শিপন, সূচনা কস্তাসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
তরুনদের অনুপ্রাণিত করতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি সরূপ “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। ৩য় বারের মতো এই অ্যাওয়ার্ড জেলার চারটি উপজেলায় আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু করতে যাচ্ছে। চুড়ান্ত বিজয়ীদের হাতে প্রতিবারের মত পুরস্কার তুলে দিবেন মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি