ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে দূর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার বসুন্ধরা ইট ভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শনিবার সকালে সড়কের পাশ দিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থানে পৌছে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। তার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি