পঞ্চগড়ের অন্যতম দর্শনীয় স্থান মহারাজার দিঘী

পঞ্চগড় জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নে অবস্থিত জেলার সবচেয়ে বড় পুকুর বর্তমানে সবার কাছে মহারাজার দিঘী নামে পরিচিতি। ‘মহারাজার দিঘী’ একটি বিশালায়তনের জলাশয়। পানির গভীরতা প্রায় ৪৫ শ ফুট বলে স্থানীয় বিশ্বাস। পানি অতি স্বচ্ছ। দিঘীতে রয়েছে মোট ১০টি ঘাট।

ধারণা করা হয়, পৃথু রাজা এই দিঘীটি খনন করেন। কথিত আছে পৃথু রাজা ‘কীচক’ নামক এক নিম্ন শ্রেণীর দ্বারা আক্রমণের শিকার হয়ে তাদের সংস্পর্শে ধর্ম নাশের ভয়ে পরিবার-পরিজন ও ধনরত্ন সহ উক্ত দিঘীতে আত্মহনন করেন। প্রতি বছর বাংলা নববর্ষে উক্ত দিঘীর পাড়ে মেলা বসে। এই মেলায় কোন কোন বার ভারতীয় লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়।এই বিশাল দিঘীর চারপাশে রয়েছে অনেক গাছগাছালির সবুজের কারুকার্য, স্নিগ্ধ সমীরণ, সৌম্য শান্ত পরিবেশ যা এখনো সবার কাছে বিরল মনে হয়।

যেভাবে যাবেনঃ পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে তেঁতুলিয়াগামী বাসযোগে বোর্ড অফিস নামক স্থান হয়ে রিক্সা/ভ্যান যোগে পূর্বদিকে ০৫ কিলোমিটার।

শেখ মোঃ জাকির হোসেন, পঞ্চগড় প্রতিনিধি