ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মাহজাবিন নামে এক নারী গ্রেফতার
ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে ফারিয়া মাহজাবিন (২৮) নামে এক নারী গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর হাজারীবাগ থানার হাজী আফসার উদ্দিন রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেসবুক আইডি প্রোফাইল ও অডিও ক্লিপের একটি প্রিন্ট কপি উদ্ধার করা হয়। র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি র্যাব-২ এর অপারেশন কর্মকর্তা রবিউল ইসলাম।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com