দিনাজপুরে দুটি পৃথক বজ্রপাতে নিহত-২, আহত-১
দিনাজপুরের বিরল ও সেতাবগঞ্জের দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় দুই জন কৃষকের মৃত্যু। আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের খোকড়া গ্রামের ঝড়– মোহাম্মদের ছেলে নুরুল হক (৫০) ও সেতাবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের ইয়াসিন আলীর পুত্র জামিল উদ্দিন (৩৫)। আহত ব্যক্তি রসুলপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫)।
জানা যায়, আজ রবিবার দুপুরে বিরল উপজেলার খোকড়া গ্রামে ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে নুরুল হক নামের একজন কৃষক ঘটনাস্থলে মৃত্যু হয়। অপর দিকে সেতাবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামেও বেশ কয়েকজন কৃষক ধানের জমিতে কাজকরার সময় বজ্রপাতে জামিল উদ্দিন নামের একজনের মৃত্যু হয়। সেখানে থাকা অন্যান্য কৃষকেরা জাহাঙ্গীর আলমকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিম গোলাম রসুল ও সেতাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ ঘটনা দুটি নিশ্চিত করেন।
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি