ঝিনাইদহে সদর উপজেলায় ১৫ আগষ্ট পালনে প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সভা ও ১৫ আগষ্ট পালনের প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। এছাড়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
এ সময় মাসিক সভা শুরুর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালনের সকল প্রস্তুতি বিষয়ক আলোচনা করা হয়।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি