সবকিছু ভুলে দলে ফিরলেন শাফিন

সবকিছু ভুলে আবারও সংঘবদ্ধ হয়েছে ‘মাইলস’। আজ বৃহস্পতিবার ৯ আগস্ট বেলা ২টায় অফিশিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ‘মাইলস’ তাদের বিগত সমস্যার সমাধানের কথা জানায়। জানানো হয় দলের বাইরে গিয়ে নতুন ‘মাইলস’ গঠন করে নয় বরং বড় ভাই হামিন আহমেদসহ অন্য সবার সঙ্গেই থাকছেন শাফিন আহমেদ।

বেশ কিছুদিন আগে ‘মাইলস’ দলের অন্যতম সদস্য শাফিন আহমেদ অন্য সদস্যদের বিরুদ্ধে অনেক অভিযোগ এনে দল ত্যাগ করেছিলেন। মাইলসকে কোম্পানি হিসেবে নিবন্ধিত করে সেটির মালিকানাও নিজের নামে করেছিলেন তিনি। তবে সব সমস্যার সমাধান করে আবার দলে ফিরছেন শাফিন। তাদের অফিশিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দেয়া হয়। সেখানে বলা হয়- ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি সব সমস্যার সমাধান করে আমরা আবারও পুরনো লাইনআপে ফিরে এসেছি। এই লাইনআপেই আমরা নতুন কনসার্ট ও রেকর্ডে মন দেব।’

উল্লেখ্য, এই পোস্টটি নিজ নিজ দেয়ালে শেয়ারও করেছেন হামিন আহমেদ ও শাফিন আহমেদ।

সবকিছু ভুলে দলে ফিরলেন শাফিন