জাককানইবি’তে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে ছাত্রলীগের দোয়া মহফিল ও আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৮ তম জন্মদিন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দোঁলনচাপা হল শাখা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ই আগষ্ট(বুধবার) বেলা ২ ঘটিকায় দোঁলনচাপা হলের দ্বিতীয় তলায় উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
দোঁলনচাপা হল সভাপতি জেসমিন আক্তার জুঁইয়ের সভাপতিত্বে ও সাবিনা ইয়াসমিন স্বর্নার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপচার্য ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন,প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, হল প্রভোস্ট জান্নাতুল ফেরদৌস,শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,রেজিস্টার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবির ও আলয়োচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক রাকিবুল হাসান রাকিব সহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ।
নাইমুল হাসান রাহাত, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি