নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী। দুই শিক্ষার্থীর পরিবারকে অনুদানও দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের জানান, রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতে শোকাহত দুই পরিবারকে সান্ত্বনা ও প্রতি পরিবারকে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তারা সবাই ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।