বাস চাপায় নিহতের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন, ৯ দফা দাবি
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্টের এমইএস ফ্লাইওভারের সামনে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কেজাবালে নূর পরিবহনের বাসের ধাক্কায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই এলাকায় যানবাহন ভাঙচুর করায় প্রধান দুই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ সকাল ১০ টা থেকে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে।
বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নয় দফা দাবি জানিয়েছে ওই কলেজের শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে সড়ক অবরোধের হুমকিও দিয়েছে তারা। সোমবার (৩০ জুলাই) কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় কলেজের শিক্ষার্থী সাইদুল ইসলাম আপন এসব দাবি তুলে ধরেন। তবে বিক্ষোভকে ভেঙ্গে দিয়ে সকল শিক্ষার্থীকে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছিলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সহপাঠী ও স্বজনদের কান্নায় জর্জরিত হয়ে ওঠে কুর্মিটোলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা। আজ সকাল থেকে উক্ত ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাদের নিহত সহপাঠীদের মৃত্যুর বিচার দাবি করে।
এছাড়াও ৯ দফা দাবিগুলো হলো- দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ী বেপরোয়া ড্রাইভারকে ফাঁসি দিতে হবে; নৌ-পরিবহন মন্ত্রীকে নিঃশ্বর্ত ক্ষমা চাইতে হবে; শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে; প্রত্যেক সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্প্রিড ব্রেকার দিতে হবে; সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের দায়ভর সরকারকে নিতে হবে; শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে- থামিয়ে তাদেরকে নিতে হবে; শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে; ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবেন না এবং বাসে অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না।
এদিকে ঘটনার দিন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যান্টনমেন্ট ফ্লাইওভার থেকে নেমে আসা মোহাম্মদপুর থেকে আবদুল্লাহপুরগামী দুটি যাত্রীবাহী বাসের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। ফলে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায় জাবালে নূর পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী মারা যান। নিহতরা হলেন রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম। গুরুতর আহত অবস্থায় কয়েক শিক্ষার্থীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক এই দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ডিএমপির ট্রাফিক উত্তরের বিমানবন্দর জোনের সহকারি কমিশনার শচিন মৌলিক জানান, জাবালে নূর(ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিবহনের একটি বাসের ধাক্কায় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের সামনের সড়কের ঘটনাস্থলে দুই জন মারা গেছে ও ৮/১০ জনের মতো আহতের খবর পেয়েছি। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেছে। আমি মন্ত্রণালয়ে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ট্রাফিক উত্তরের উপ-কমিশনার প্রবীর কুমার দাসসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
দুর্ঘটনার পর ওই এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সড়কে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছিল।একটি বাসে আগুনও ধরিয়ে দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তানজীন মাহমুদ তনু, নিজস্ব প্রতিনিধি