নিহত শিক্ষার্থীর পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার রিট দায়ের
রাজধানীর মোহাম্মদপুর থেকে আবদুল্লাহপুর রুটের জাবালে নুর নামের একটি বাসের চাপায় রাজধানীর শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হন। দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।
নিহত যাওয়া দুইজন হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব। গুরুতর আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী।
আজ সকাল থেকে উক্ত ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাদের নিহত সহপাঠীদের মৃত্যুর বিচার দাবি করে।
গতকাল দুর্ঘটনার পরপরই রাস্তায় নেমে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়, পুড়িয়েও দেয়া হয় কয়েকটি গাড়ি। আজও সে বিক্ষোভ অব্যাহত রয়েছে।