উখিয়া-টেকনাফ মহাসড়ককে চার লেনে উন্নীতকরনে জাইকার প্রতি এমপি বদির আহ্বান

বাংলাদেশে মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের কারনে একটি মাত্র প্রধান সড়কে যানজট লেগেই রয়েছে। সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে রোহিঙ্গা আসার কারনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়কে সৃষ্ট দুর্ঘটনা প্রতিরোধে উখিয়া-টেকনাফ মহাসড়ককে চার লেনে উন্নীত করার জন্য জাপানি উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতা চেয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি।

শুক্রবার সকালে জাপানে সফররত দুর্যোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জাইকার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে এ প্রস্তাব রাখেন এমপি বদি। জাইকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ত্রান ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

এমপি বদি এসময় বলেন, মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ফলে বিভিন্ন ত্রানের গাড়ী, এনজিও সংস্থার গাড়ী চলাচল বেড়ে যাওয়ার কারনে নানা সময় দুর্ঘটনা ও যানজট বেড়ে গেছে। তাই উখিয়া-টেকনাফ মহাসড়ককে চার লেনে উন্নীত করলে যানজট কমে যাবে। তিনি ক্ষতিগ্রস্ত উখিয়া-টেকনাফের জনগনকে সহায়তার আহবান জানান।

এতে অধিক সেবা পাবে স্থানীয় জনগণ ও রোহিঙ্গারা। তাই ক্ষিতিগ্রস্ত উখিয়া-টেকনাফের জনগণকে সহায়তার আহবান জানান এমপি বদি।

প্রতিনিধি দলে বাংলাদেশের পক্ষে ত্রান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেব নাথ শম্বু এমপি, মমতাজ বেগম এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি ও সৈয়দ আবু হোসেন বাবলা ওসময় উপস্থিত ছিলেন।