সর্বসম্মতিক্রমে ‘পশ্চিমবঙ্গ’ নাম বদলে ‘বাংলা’ নামকরণ

আজ বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে ভারতের ‘পশ্চিমবঙ্গ’ বিধানসভা রাজ্যের নাম বদলে ‘বাংলা’ রেখে একটি রেজ্যুলেশন পাস করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পরই এই নাম বদল কার্যকর হবে।

কয়েক মাস ধরে রাজ্য ও কেন্দ্রের মধ্যে টানাপোড়েনের পর নাম বদলের প্রস্তাব বিলটি পাস হলো। এর আগে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের নাম ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং বাংলায় ‘বাংলা’ করার প্রস্তাব দিলে কেন্দ্র তা ফিরিয়ে দিয়েছিল। পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্য সরকার তিন ভাষা- বাংলা, হিন্দি ও ইংরেজি সবগুলোতে ‘বাংলা’ রাখার আরেকটি প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেয় বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলের নাম পরিবর্তনের প্রথম কারণ হলো, যখনই সব রাজ্যগুলোর কোনো সভা হয়, তখন বর্ণের ক্রমানুসারে তৈরি করা তালিকায় পশ্চিমবঙ্গের নাম শেষে চলে যায়।

আর তাই নাম পরিবর্তনে শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার অপেক্ষা।