সারাদেশে আরও ৪-৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

আজ বুধবার সকাল থেকে আবার রাজধানীতে টানা বৃষ্টি শুরু হয়েছে। ঢাকার বেশির ভাগ এলাকা এখন পানির নিচে। দূর্ভোগে এখন জনজীবন। ঢাকার প্রায় প্রতিটি সড়ক এখন পানির নিচে। ব্যস্ত শহর জীবন যেন টানা বৃষ্টিতে থমকে আছে।

সারাদেশে আরও ৪-৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সারাদেশে আরও ৪-৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

আবহাওয়াবিদ আরিফ হোসেন জানিয়েছেন, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় সারাদেশে আরও চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তিনি জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আরিফ হোসেন বলেন- ‘এ সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশংকা রয়েছে।’ এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাদেশে আরও ৪-৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

প্রসঙ্গত, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দূর্ভোগ। এখনো সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া বার্তানুযায়ী সারাদেশে আরও চার থেকে পাঁচ দিন এমন টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সারাদেশে আরও ৪-৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে