বিনামূল্যে কর্পোরেশনের কবরস্থানে দাফন করা হবে

আজ বুধবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। সেখানে বলা হয় বিনামূল্যে কর্পোরেশনের কবরস্থানে মৃত ব্যাক্তির দাফন এবং শ্মশান ঘাটে শেষকৃত্য করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

ধনী-গরীব নির্বিশেষে সব নাগরিককে বিনামূল্যেই কর্পোরেশনের কবরস্থানে দাফন এবং শ্মশান ঘাটে শেষকৃত্য করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ কর্পোরেশনের বাজেট উত্থাপনের সময় একথা জানান মেয়র সাঈদ খোকন। এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা করা হয়েছে ৩ হাজার ৫৯৮ দশমিক ৭৫ কোটি টাকা। নগর ভবনের ব্যাংক ফ্লোরে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন এ বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি আব্দুল মালেক সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।