আগামীকাল ফাইভ জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী

আজ মঙ্গলবার (২৪ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসের মাধ্যমে ফাইভ জি প্রযুক্তির কথা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি জানিয়েছেন, আগামীকাল বুধবার ফাইভ জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করা হবে।

স্ট্যাটাসে জয় ফাইভ জি প্রযুক্তি নিয়ে লিখেছেন, ‘এ মুহূর্তে আমি ট্রাফিকে আটকে আছি। কিন্তু ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ফোর জি ইন্টারনেট সেবা পাচ্ছি। আমরা কয়েক মাস আগে ফোর জি সেবা চালু করলেও ইতোমধ্যেই কাভারেজ বেশ ভালো বলে মনে হচ্ছে। এরজন্য টেলিকম কোম্পানিগুলোকে আমি ধন্যবাদ জানাই।’

জয় লিখেছেন, ‘আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক অর্জন। আগামীকাল (বুধবার) সকালে আমরা ফাইভ জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করবো। চোখ রাখুন।’