হলিউডের সেরা আবেদনময়ীর নগ্ন ছবিতে তোলপাড় নেটদুনিয়া
বর্তমানে হলিউডের অন্যতম সেরা আবেদনময়ী অভিনেত্রীদের একজন জেনিফার অ্যানিষ্টন। বর্তমানে ৪৯ বছরে পা রেখেছেন এ অভিনেত্রী। আর এবার নিজের ফিটনেসের কারিশমা দেখাতে গিয়ে নগ্ন হয়ে সবার আলোচনায় উঠে এলেন তিনি।
সৌন্দর্য এবং আবেদনের দিক দিয়ে হলিউডে সেরা জেনিফার অ্যানিষ্টন। নিজের শারিরীক সৌন্দর্য ধরে রাখার জন্য যা যা করার প্রয়োজন তার সবই করেন তিনি। বর্তমানে তিনি শুটিং করছেন নেটফ্লিক্স এর নতুন একটি ছবির। সেই ছবির শুটিং করছিলেন গতকালও। তবে কয়েক ঘন্টা টানা শুটিংয়ের পর দুই ঘন্টার বিরতি নেন তিনি। আর সেই সময়টা তিনি একেবারেই একা একা কাটান একটি পুলের পাশে। সেখানে সান বাথ নিতেই হাজির হয়েছিলেন। সান বাথ নিয়েছেন নীলরঙা এক জোড়া বিকিনি পড়ে।
কিন্তু চমকের বিষয় হলো সান বাথ শেষে জেনিফার নিজের বিকিনি জোড়া বদল করেন। আর সে সময় একেবারেই উন্মুক্ত হয়ে যায় তার বুক। আর সেই নগ্ন ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। অনেকেই বলেছেন, জেনিফার ইচ্ছে করেই নিজের নগ্ন শরীর প্রদর্শন করেছেন। অনেকে তার ফিটনেসের প্রশংসা করেছেন। আবার অনেকে বলেছেন ফিটনেস ভালো হলেই যে নগ্ন হয়ে তা দেখাতে হবে তা ঠিক নয়।
তবে জেনিফার অ্যানিস্টন অবশ্য এসব বক্তব্যের বিপরীতে এখনও মুখ খোলেননি।