এবারের জন্মদিনটি স্মরণীয় হয়ে থাকবে চিত্রনায়িকা রেসির

এবারের জন্মদিনটি স্মরণীয় হয়ে থাকবে ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রেসির জীবনে। এই বিশেষ দিনে জীবনের স্মরণীয় মুহূর্তের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। আজ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন তিনি।

আজ ২৪ জুলাই রেসির জন্মদিন। আর আজ সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে শোবিজ জগতে নান্দনিক ও শৈল্পিক অভিনয়ের জন্য ‘ইনডেক্স মিডিয়া পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এ ভূষিত হবেন রেসি। রেসি বলেন- ‘নিজের জীবন থেকে আরও একটি বছর চলে গেলো। এ দিনটিকে ঘিরে তেমন বিশেষ কোনো আয়োজন নেই। তবে আজকের দিনটি আমার জন্য অবশ্যই বিশেষ হতে যাচ্ছে। কারণ আজই আমি চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে দিনটি কেটে যায়।’

প্রসঙ্গত, বর্তমানে স্বামী,সংসার ও সন্তান এ তিন ‘স’ তেই আবদ্ধ আছেন রেসি। পাশাপাশি নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।