ইন্টারন্যাশনাল ইয়ুথ কালচার ক্যাম্পে বাংলাদেশের সাজিদ ইসলাম
আগামী ৩০ ই জুলাই ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ুথ জাভানিজ কালচার ক্যাম্প। এটি চলবে ৪ই অগাস্ট পর্যন্তও। বিভিন্ন দেশের প্রতিভাবান তরুণ নেতাদেরকে সংস্কৃতি, সামাজিক ও নেতৃত্বের দক্ষতা সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে একত্রিত করার লক্ষ্যেই এর আয়োজন। মোট ২০টি দেশ এই আয়োজনে অংশ নিতে যাচ্ছে।
বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে অস্তিত্ব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি সিটি ক্যাম্পাস এর ফ্যাশন ডিজাইনিং এ অধ্যয়নরত ছাত্র সাজিদ ইসলাম। বাংলাদেশ থেকে একজন সোশ্যাল এক্টিভিস্ট হিসেবে ইন্দোনেশিয়ার ইন্টারন্যাশনাল ইউথ জাভানিজ কালচার ক্যাম্প ২০১৮ এ নির্বাচিত হয়েছেন তিনি। পৃথিবীর মধ্য থেকে ২০ টি দেশের প্রতিনিধিরা থাকবে। প্রোগ্রামটি পরিচালনা করছে ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়া। The main theme of this camp is “Encouraging talented young leaders to empower the society।
ইন্টারন্যাশনাল ইয়ুথ জুভেনেস কালচার ক্যাম্প জোগজাকটার প্রদেশের নিকটবর্তী জাওয়ানি গ্রামের একটি গ্রাম সেন্ডেন গ্রামে পরিচালিত হবে। সেন্টেন জাভাতে মুরব্বু পর্বতমালার পূর্ব ঢালুতে সেন্ডেন গ্রাম, একটি পর্যটন কেন্দ্র যা কেবল তার সুন্দর দৃশ্যকেই নয়, বরং স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রাচুর্যও প্রদান করে। এই আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীরা স্থানীয় বাড়িতে (হোমস্টে) থাকবেন এবং স্থানীয় জনগণের সাথে তাদের জীবন ধারায় মিলিত হবেন।