আসিফের ‘ডুবোপ্রেম’ প্রকাশ পেল জেডএস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে

জনপ্রিয় গায়ক আসিফ আকবর ফের নতুন চমক নিয়ে হাজির হলেন দর্শক-শ্রোতাদের সামনে। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আসিফের ‘ডুবোপ্রেম’ গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়। গানটিতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন জনপ্রিয় মডেল সামিয়া হক।

নতুন প্রযোজনা প্রতিষ্ঠান জেডএস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে এবার প্রকাশ পেয়েছে আসিফের ‘ডুবোপ্রেম’ গানটির মিউজিক ভিডিও। গানটি লিখেছেন নীহার আহমেদ। প্লাবন কোরেশীর সুরে সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। ব্যায়বহুল এই ভিডিওটি পরিচালনা করেছেন বিকে শাহীন খান।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন- ‘ডুবোপ্রেম’এ আমার শ্রোতা-দর্শকরা ভিন্ন টেস্ট পাবেন। অডিওতে রয়েছে দারুণ কথামালার বক্তব্য আর ভিডিওতে রয়েছে ফিল্মি ঢংয়ের অ্যাক্টিং, ড্যান্স ও এক্সপ্রেশন। সব মিলিয়ে নতুন চমক রয়েছে গানের ভিডিওটিতে।’ সামিয়া হক বলেন- ‘আসিফ আকবরের সঙ্গে কাজ করতে পারাটা দারুন সৌভাগ্যের। সেইসঙ্গে তার গান দিয়েই জেডএস এন্টারটেইনমেন্টের যাত্রা শুরু হলো। আশা করছি আমরা ইন্ডাস্ট্রিকে ভিন্ন কিছু উপহার দিতে পারবো।’

গীতিকার ও সুরকার প্লাবন কোরেশী’র উপস্হাপনায় অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন আসিফ আকবর, শান, রেহমান আরিফ, তরুণ মুন্সী, জাহিদ বাশার পংকজ, প্লাবন কোরেশী, নীহার আহমেদ,জেডএস এর কর্ণধার ও মডেল সামিয়া হক প্রমুখ।

https://youtu.be/P4W9z5QTkyQ