পারিবারিক কবরস্থানে রাজীব মীরের দাফন সম্পন্ন
আজ সোমবার ভোলায় পারিবারিক কবরস্থানে মো. মোশারেফ হোসেন রাজীব মীরের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার ভোরে রাজীব মীরের মরদেহ বহনকৃত লাশবাহী গাড়িটি ভোলায় পৌঁছে। তারপর দুটি জানাজার পর তাকে দাফন করা হয়।
ভোরে রাজীব মীরের মরদেহ ভোলায় পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেখানে সকাল ৯টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে রাজীব মীরের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় রাজীব মীরের নিজ গ্রামের পরানগঞ্জ হাইস্কুল মাঠে তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে ইন্তেকাল করেন চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক রাজীব মীর। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।