ছাগল নিয়ে ‘ব্যা-আক্কেল’ দম্পতি

এবার ঈদুল আজহায় থাকছে এক ঘন্টার বিশেষ নাটক ‘ব্যা-আক্কেল’। আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় মেহেদী হাসান সোমেনের পরিচালনায় ঈদের বিশেষ এই নাটকটির কাহিনী একটি ছাগলকে ঘিরে।

একটি মধ্যবিত্ত দম্পতি ও তাদের কেনা ছাগল নিয়ে ভিন্ন ভাবে সাজানো হয়েছে ‘ব্যা-আক্কেল’ নাটকের গল্প। অর্থ কষ্টে থাকা মহিউল ঈদের আগে বকেয়া বেতন পেয়ে রগচটা বউ সামিয়াকে নিয়ে যায় বাজার করতে। কিন্তু পথিমধ্যে অতি উৎসাহে বেতনের সমস্ত টাকা দিয়ে ভুলবশত একটা ছাগল কিনে ফেলে মহিউল। মধ্যবিত্ত দম্পতির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়ানো ছাগলটা ব্যা ব্যা করে অস্থির করে তুললেও কোথায় যেন একটা মায়ার টান অনুভব করে দুজনে। এক বেআক্কেল ব্যক্তির ছাগল-দুর্দশায় ব্যা-আক্কেল হয়ে যাওয়া মধ্যবিত্ত দম্পতির ভালোবাসার গল্প নিয়ে নাটকের কাহিনী। নাটকটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মৌসুমী নাগ এবং জয়রাজ সহ আরও অনেকেই।

ঈদুল আজহায় দীপ্ত টিভির পাঁচ দিন ব্যাপী আয়োজনের মধ্যে এই নাটকটিও থাকছে।