মিস্টার বিনের মৃত্যুর ভিডিওতে ক্লিক করলেই তালাবদ্ধ হচ্ছে কম্পিউটার!
জনপ্রিয় ‘মিস্টার বিন’ খ্যাত রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর গুজব প্রায়ই শোনা যায়। আর স্বাভাবিকভাবেই এই তারকার মৃত্যুর খবরে দর্শকরা হুমড়ি খেয়ে পরেন। এবারও ঠিক এমনটি ঘটেছে তবে ভিডিওসহ। আর তাতেই যত বিপত্তি।
গত বুধবার ১৮ জুলাই ফের রোয়ানের মৃত্যুর গুজব ছড়ায়। তার মৃত্যুর খবরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। আর এবার তার মৃত্যুর খবরকে বিশ্বাসযোগ্য করতে একটি গাড়ির ছবি প্রকাশ করে গুজব ছড়ানো হয় তিনি গাড়ি অ্যাকসিডেন্টে মারা গেছেন। প্রথমে ভূয়া এক পোস্টে রোয়ানের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়- ‘তার আত্মা শান্তি পাক, ১৯৫৫-২০১৮’। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের জন্য একটি ভিডিও দেখার অপশন রাখা হয় সেই পোস্টে। আর তাতেই বাঁধে বিপত্তি।
জানা গেছে সেই ভিডিওটিতে ক্লিক করলেই ব্যবহারকারীর কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হচ্ছে। সেই ভিডিও দেখার জন্য ক্লিক করলেই প্রথমে নিরাপত্তা সংক্রান্ত একটি বার্তা আসছে। তাতে লেখা রয়েছে, ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আপনার কম্পিউটারটি তালাবদ্ধ হয়ে গেছে। সে কারণে সহযোগিতার জন্য কিছু নম্বর দেওয়া হচ্ছে। এছাড়া ক্রেডিট কার্ডের নম্বর জানার চেষ্টাও করা হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন।
আর এই ফাঁদে পা দেওয়ার পর হ্যাকাররা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার চেষ্টা করছে।