ভুল চিকিৎসায় রাইফার মৃত্যুর ঘটনায় অবশেষে মামলা নিলো পুলিশ
চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের করা এজাহার তিন দিন পর মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। শুক্রবার বিকালে চকবাজার থানায় এজাহারটি মামলা হিসেবে (মামলা নম্বর-৮) রেকর্ড করা হয়। চকবাজার থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার (১৮ জুলাই) নিহত শিশুকন্যা রাইফার বাবা সাংবাদিক রুবেল খান বাদী হয়ে ম্যাক্স হাসপাতালের ৪ জনের বিরুদ্ধে চকবাজার থানায় এজাহার দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী, ডা. বিধান রায় চৌধুরী (৫০), ডা. দেবাশীষ সেনগুপ্ত (৩২) ও ডা. শুভ্র দেব (৩২)।
মামলায় অভিযোগ করা হয়- ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, দায়িত্বরত চিকিৎসকদের ভুল চিকিৎসা এবং অবহেলায় কারণেই রাইফার অকাল মৃত্যু হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৯ জুলাই) দায়ের করা এজাহারটি থানা পুলিশ মামলা হিসেবে রেকর্ড না করায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এবং শনিবারের মধ্যে মামলা রেকর্ড না হলে রাইফার বাবা সাংবাদিক রুবেল খান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে আমরণ অনশনের বসার ঘোষণা দিয়েছিলেন।
এর আগে গত ২৮ জুন বিকালে গলা ব্যথার কারণে রাইফাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুন রাতে তার মৃত্যু হয়। ওই সময় ভুল চিকিৎসায় রাইফার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার।