‘বকাঝকা করবেন না, বকাঝকা ফল খারাপের কোনো সমাধান নয়’
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। এর আগে সকাল ১০টা ১০মিনিটের দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ছেলেমেয়েরা সবাই মেধাবী। সোনার বাংলাদেশ গড়তে তাদের এই মেধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে শিক্ষিত জাতি গড়ে তোলার কোনো বিকল্প নেই।
এবার এইচএসসিতে পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন শিক্ষার্থী।
প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষাখাতের উন্নয়নে সব রকম পদক্ষেপ নিয়েছে। আমরা সাধারণ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মাদ্রাসা, কওমি ও কারিগরি শিক্ষা ব্যবস্থাকেও গুরুত্ব দিচ্ছি। দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে শিক্ষিত জাতি গড়ে তোলার কোনো বিকল্প নেই।
আমাদের ছেলেমেয়েরা সবাই মেধাবী। সোনার বাংলাদেশ গড়তে তাদের এই মেধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আশা করি, তারা দেশের বাইরে থেকে বড় বড় ডিগ্রি অর্জনের পরে দেশে ফিরে জাতির উন্নয়নে প্রধান ভূমিকা পালন করবে।
এ সময় পাস করা শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা সবচেয়ে বড় সম্পদ, যা কেউ ছিনিয়ে নিতে পারে না। যারা পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদের অভিনন্দন, আর যারা অকৃতকার্য হয়েছে আশা করি তারা আগামীতে ভালো করবে।
শেখ হাসিনা আরও বলেন, বিশ্বজুড়েই প্রযুক্তির অপব্যবহার হচ্ছে। এর মাধ্যমে প্রশ্ন ফাঁসের ঘটনাও ঘটেছে। কিন্তু সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে এবার প্রশ্ন ফাঁস হয়নি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিভাবকদের অনুরোধ জানিয়ে বলেছেন, সন্তানের পরীক্ষার ফল কী কারণে খারাপ হলো তা খুঁজে বের করে সেটার সমাধান করুন। ফল খারাপ নিয়ে বকাঝকা করবেন না, বকাঝকা ফল খারাপের কোনো সমাধান নয়। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দীর্ঘদিন ধরে পরীক্ষা না নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী ।
প্রধানমন্ত্রী বলেন, দেশে আন্তর্জাতিক মানের শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সোনার মানুষ গড়ে তুলতে চাই। যারা সোনার দেশ গড়বেন। শিক্ষা এমনই একটি সম্পদ যে, কেউ তা কেড়ে নিতে পারে না। সম্পদ কেড়ে নিতে পারে। কিন্তু কোনো ছিনতাইকারী শিক্ষাকে কেড়ে নিতে পারে না। শিক্ষা থাকলে যে কেউ নিজের রোজগারের পথ বের করে নিতে পারে।