কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচন, উলিপুরে মহিলা আওয়ামীলীগের পথসভা

কুড়িগ্রামে উলিপুরে কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী পথসভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুলাই) রাত ৮টায় উপজেলা সদরের গবা মোড়ে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিতা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছাঃ সাফিয়া খাতুন। প্রধান বক্তা ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক এমপি জাফর আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম ক্রীক।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শিরিন রোকছানা, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান সেলিনা, তথ্য ও গবেশনা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, সদস্য লিপি জামান, সাবেক এমপি নাজনিন আহম্মেদ, সাফিনা পারুল, কনা জব্বার, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনিরা আক্তার, সাধারন সম্পাদক ফাল্গুনী তরফদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ছানালাল বকসী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম হোসেন মন্টু, আওয়ামীলীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাজু তালুকদার, আবু সাঈদ সরকার প্রমুখ।

পথ সভায় বক্তারা বলেন, নৌকায় ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। আগামী ২৫ জুলাই কুড়িগ্রাম ৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী অধ্যাপক এম এ মতিনকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের এলাকার অসমাপ্ত কাজ সম্পর্ন করতে সহায়তা করুন। আমরা ঢাকা থেকে এসেছি আপনাদের কাছে নৌকার পক্ষে ভোট চাইতে, আমাদের মা, বোন ও ভাইয়েরা নৌকায় ভোট দিয়ে উন্নয়ন তরান্বিত করবেন। বক্তারা উপ-নির্বাচনের ভোটারদের কাছে আহবান জানিয়ে বলেন, ভোটের দিন সকালে নৌকা, দুপুরে নৌকা, বিকালে নৌকা, সন্ধায় নৌকার বিজয় নিয়ে ঘরে ফিরবেন ।

আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি