ফরিদপুরে র‌্যাবের হাতে প্রতারণা চক্রের ৫ সদস্য আটক

ফরিদপুরের ভাঙ্গায় প্রতারণা চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭জুলাই) ভোরে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন ভাঙ্গা সদরের মোবাইল ফোন ভিত্তিক অর্থ আদান প্রদানের সার্ভিস বিকাশ এজেন্ট লিয়াকত হোসেন (৩৩) ও ঈশ্বরদী এলাকার আরিফ মাতব্বর (১৯), ফয়সাল তালুকদার (১৯), মিলন তালুকদার (১৯) ও বাহার তালুকদার (২৬)।

র‌্যাব ৮, ফরিদপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছউদ্দিন সাংবাদিকদের বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার ঈশ্বরদী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন সেট, সিমকার্ড ও প্রতারণার সাত হাজার টাকাসহ প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। চক্রটি ভাঙ্গার বিকাশ এজেন্ট লিয়াকত হোসেনের সহযোগিতায় গত ৪ জুলাই রাজধানী ঢাকার এরদানুল ইসলামের কাছ থেকে ২০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে বলে জানান তিনি।

এ ব্যাপারে ভুক্তভোগী এরফানুল রাজধানীর তেজগাঁও থানায় জিডি করে র‌্যাবের সহযোগিতা চায়। গোপন সূত্রে খবর পেয়ে আজ মঙ্গলবার ভোরে বিকাশ প্রতারণা চক্রের ওই পাঁচ সদস্যকে আটক করা হয়। তাদেরকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন চলছে।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি