ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সু-সম্পন্ন

ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ আহম্মেদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী জেলার ৬ টি উপজেলায় ১৭’শ ৬৭ টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি