রথযাত্রা উপলক্ষ্যে দিনাজপুর বর্ণাঢ্য শোভাযাত্রা
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে হিন্দু ধর্মালম্বী ভক্ত-পূর্ণার্থীরা। আজ শনিবার বিকেলে আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)’র আয়োজনে শোভাযাত্রাটি শহরের গুঞ্জাবাড়ী রাধাকৃষ্ণ মন্দির থেকে বের হয়।
রথযাত্রা অনুষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার হামিদুল আলম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু। পরে শোভাযাত্রার সাথে ভক্তারা জগন্নাথ দেবের রথ টেনে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ভক্তপ্রাণ হিন্দুরা বাদ্য-বাজনাসহ শোভাযাত্রাটিকে হরে কৃষ্ণ সঙ্গীতে মুখরিত করে তোলে পুরো শহর। এছাড়াও সদরের রায়সাহেববাড়ী থেকেও আর একটি রথযাত্রা বের করে রায়সাহেব দেবোত্তর এষ্টেট।
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি