ফরিদপুরের সালথায় জাকের পার্টির গণসংযোগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাকের পার্টির পক্ষ থেকে গণসংযোগ করেন জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া। শনিবার (৭জুলাই) বিকালে সালথা সদর বাজারে কয়েক শত নেতাকর্মী নিয়ে তিনি এ গণসংযোগ করেন।

গনসংযোগকালে জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া অত্র বাজারের ব্যবসায়ী, ভ্যান চালক, দিনমুজুরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, প্রচার সম্পাদক ফকির আ: মান্নান, তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক আবু নাছের হোসাইন, উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সহ-সভাপতি সাহিদ সিকদার, আ: মান্নান মাষ্টার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী ঠাকুর, সাংগঠনিক সম্পাদক সোনা মিয়া, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খাঁন, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল, সাধারণ সম্পাদক বেনজামিন বিনু, যুগ্ম- সাধারণ সম্পাদক আবুল বাসার প্রমূখ।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি