শ্যামনগরে মোবাইল কোর্টে ১লক্ষ বাগদার রেণু পোনা আটক ও উন্মুক্ত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার সদর ইউনিয়নের মিঠাপুকুর মোড় ও হায়বাতপুর মোড়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৬/৭ জন বহন কারী ব্যক্তির নিকট থেকে নদী থেকে আহরিত ৭৫ হাজার বাগদার রেণু পোনা ও বুড়িগোয়ালিনী নেীপুলিশ কতৃক ২৫ হাজার বাগদার রেণু পোনা আটক করা হয়। আটককৃত সকল রেণু পোনা জনসাধারণের উপস্থিতিতে নদীতে উন্মুক্ত করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিসের সহায়তায় মিঠাপুকুর মোড় ও হায়বাতপুর মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন সরকার। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর,শ্যামনগর থানার এস আই হালিম প্রমুখ।

জানা যায় ১৯৫০ সালের মৎস্য আইনে আটককৃত ৭৫ হাজার বাগদার ও গলদার রেণু পোনা জনসাধারণের উপস্থিতিতে চুনা নদী ও যমুনা নদীতে উন্মুক্ত করা হয়। অপরদিকে বুড়িগোয়ালিনী নেী পুলিশ ফাঁড়ির ওসি অনিমেশ হালদারের নেতৃত্বে খোলপেটুয়া নদীথেকে আহরিত ২৫ হাজার বাগদার ও গলদার আটককৃত রেণু পোনা খোলপেটুয়া নদীতে উন্মুক্ত করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জানান এ সকল পোনা সুন্দরবন সংলগ্ন নদী খোলপেটুয়া ,মাদার নদী সহ অন্যান্য নদী থেকে আহরণ করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন আটককৃত রেণু পোনা বহনকারীরা ছিল অন্য উপজেলার বাসিন্দা।

রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি