দিনাজপুরের ১৩মাইল গড়েয়ায় যাত্রিবাহী বাস উল্টে নিহত-১, আহত ৬

দিনাজপুরের কাহারোল উপজেলার ১৩মাইল গড়েয়ায় যাত্রিবাহী বাস উল্টে গিয়ে ১ জন নিহত ও আহত কমপক্ষে ৬জন। আজ সকাল সাড়ে ১১টায় দিনাজপুর-ঠাকুড়গাও মহাসড়কের কাহারোল উপজেলার ১৩মাইল নামকস্থানে এই দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাও থেকে দিনাজপুরের উদ্দেশ্যে আসা একটি যাত্রিবাহি বাসের চালক ১৩মাইলের রাস্তার বাঁকে নিয়ন্ত্রন রাখতে না পেরে পাশের খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ৭জন বাস যাত্রিকে উদ্ধার করে দিনাজপুর এম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

হাসপাতালের অপারেশন থিয়েটারে তাদের নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। নিহতের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি