খালেদা জিয়ার মুক্তি দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
ফরিদপুর শহর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে শহরের আলিপুর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর মুজিব সড়ক হয়ে আলিপুর গোরস্থান মোড়ে সমাবেশ করে। সেখানে শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিনান প্রমুখ।
এদিকে দুপুরে শহরের আদালত চত্বরে পৃথক একটি মিছিল বের করা হয়। মিছিল পরবর্তী সমাবেশে সেখানে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোদাররেস আলী ইছা, সিনিয়র যুগ্ন-সম্পাদক জুলফিকার হোসেন জুয়েল, যুবদল নেতা রাজিব হোসেন প্রমুখ।
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি