কোটা বিরোধী পোস্ট দেওয়ায় ফরিদপুরে ছাত্রলীগ নেতাকে বহিস্কার
নিজের ফেসবুক টাইমলাইনে দেশের চলমান কোটা বিরোধী পোস্ট দেওয়ায় ফরিদপুরে আবু বক্কার সিদ্দীক কাবীর নামে এক ছাত্রলীগ নেতাকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার (৬জুলাই) সন্ধ্যায় ফরিদপুর জেলা ছাত্রলীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কাবীর ফরিদপুর জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক।
তবে জেলা ছাত্রলীগ বলছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও স্থাণীয় যুবলীগ নেতাদের সাথে অন্তঃকোন্দলের কারণে তাঁকে বহিস্কার করা হয়েছে।
এ বিষয়ে আবু বক্কার সিদ্দিক কাবীর বলেন, কিছুদিন আগে তাঁর ফেসবুক টাইমলাইনে কোটা বিরোধী একটা পোস্ট দেই। সেখানে লেখা হয় “কোটা বিরোধী যে আন্দোলন তা ছাত্রদের যোক্তিক আন্দোলন এ আন্দোলনকে আমি স্বাগত জানাই ।” কবির বলেন, পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ভাইয়ের অনুরোধে পোস্টটি আমি ডিলেট করে দেই।
ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, কাবিরকে কোটা বিরোধী পোস্টের জন্য আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে কেউ কিছু বলেনি।
তবে তাকে কেন বহিস্কার করা হলো এ প্রশ্নের জবাবে সাইফুল বলেন, আবু বক্কার সিদ্দিক কাবীর গত বৃহস্পতিবার ছাত্রলীগের এক সমাবেশে ব্যানার টাঁঙানোকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতাদের সাথে বেয়াদবি করে। এছাড়া তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে তাই তাকে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক বহিস্কার করা হয়েছে।
এবিষয়ে আবু বক্কার সিদ্দিক কাবীর সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, “আমি ১০ বছর যাবৎ ছাত্রলীগ করি। ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন। কিন্তু কি কারণে আমাকে বহিস্কার করা হলো এব্যাপারে আমাকে কোনো প্রকার নোটিশ প্রদান করা হয়নি।
এব্যাপারে জানতে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি