হবিগঞ্জের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫’শত ফলজ বৃক্ষ গাছ বিতরণ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ হতে একযোগে আমুরোড হাইস্কুল এন্ড কলেজে ৫০টি চারা সহ ৩০টি করে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপনের জন্য বিনামূল্যে প্রায় ৫’শত ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারার মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল ও পেয়ারা।
(৪ জুলাই) বুধবার বিকেলে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ হতে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু এসব ফলজ বৃক্ষ গাছের চারা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদি নুরুল অমিন, ইউপি সদস্য দুলাল ভূইয়া, সাফিয়া খাতুন, ইউপি সচিব মাসুদ আহমদ ও প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যতাক্রমে এনামুল হক, ইউনুছ আকমাল, শাহ্ আলমগীর, মতিউর রহমান, আঃ রহিম চৌধুরী, সুলতানা মাহমুদ সীমা, কাঞ্চন কুমার দেব পিংকু, রানা প্রসাদ ঘুষ সহ সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন।
চারা গ্রহন করেন প্রত্যেক প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন।
এম এস জিলানী আখনজী, হবিগঞ্জ প্রতিনিধি